অ্যাসিডদগ্ধের ১০ মাস পর চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু
চাঁদপুরের মতলব উত্তরে অ্যাসিডদগ্ধ গৃহবধূ মিলি আক্তারের (২০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে তিনি মারা যান।
নিহত মিলি আক্তার মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম সুজাতপুর গ্রামের আয়ুব আলী ও মা রাশেদা বেগম দম্পতির মেয়ে।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দারা ও মিলির স্বজনরা জানান, তাদের পার্শ্ববর্তী মমরুজকান্দি গ্রামের সফিকুল ইসলাম মানিক প্রায়ই তাকে উত্ত্যক্ত করতেন। পরে মিলি আক্তারের অন্যত্র বিয়ে হলে মানিক ক্ষিপ্ত হয়ে ওঠেন। বিয়ের পর স্বামী বিদেশে থাকায় বাবার বাড়িতে বসবাস করতেন মিলি। সুযোগ পেয়ে গত ২৫ ফেব্রুয়ারি মানিক তার আরেক বন্ধু মমরুজকান্দি গ্রামের জাহিদ মিলে মিলিকে অ্যাসিড নিক্ষেপ করেন। এতে মিলির মুখ, বুক, পিঠ ও হাত ঝলসে যায়।
এ সময় মিলির মা রাশেদা বেগমের (৫৫) হাত ও উরু ঝলসে যায়। পরে তাদের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখান থেকে মিলিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হলে ১০ মাস ৫ দিন পর সেখানেই মৃত্যু হয় মিলির।
পুলিশ জানায়, এ ঘটনায় মিলির বাবা আইয়ুব আলী বাদী হয়ে সফিকুল ইসলাম মানিক ও জাহিদকে আসামি করে মতলব উত্তর থানায় মামলা করেন। এ ঘটনায় পুলিশ এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন। এ সময় আসামিরা ১৬৪ ধারায় জবানবন্দিতে অ্যাসিড নিক্ষেপ করার সত্যতা স্বীকার করেন।
মতলব উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, অ্যাসিড নিক্ষেপের পর মিলির বাবা আইয়ুব আলী বাদী হয়ে একটি মামলা করেন। পরে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার চার্জশিটও হয়েছে। আজ (সোমবার) মিলি মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আনোয়ারুল হক/এএমকে