স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
সাতক্ষীরার সদর উপজেলার শিকড়ি গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী ফাতেমা খাতুনকে (২৮) শ্বাসরোধে হত্যার পর স্বামী আব্দুল জলিল সম্রাট (৩৬) আত্মহত্যা করেছেন। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা সদর উপজেলার কুশখালি গ্রামের নূর ইসলামের মেয়ে। আব্দুল জলিল সম্রাট সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি গ্রামের মৃত আবুল ঢালীর ছেলে। তাদের ১১ বছর বয়সী একটি ছেলে ও ৮ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
বিজ্ঞাপন
নিহত ফাতেমার বাবা নূর ইসলাম জানান, প্রায় ১৩-১৪ বছর আগে সম্রাটের সঙ্গে তার মেয়ে ফাতেমার বিয়ে হয়। অভাব-অনটনের কারণে বছরখানেক আগে ফাতেমা ছেলে-মেয়েদের নিয়ে ঢাকার একটি গার্মেন্টসে কাজ শুরু করেন। তবে এ সিদ্ধান্তে সম্রাট অসন্তুষ্ট ছিলেন। রোববার সন্ধ্যায় ফাতেমা ছেলে-মেয়েদের রেখে স্বামীর বাড়িতে ফেরেন। সোমবার দুপুরে খাওয়া-দাওয়া শেষে তারা ঘরে গিয়ে বিশ্রাম নেন। দীর্ঘক্ষণ সাড়া না পাওয়ায় সন্ধ্যার দিকে সম্রাটের মা দরজা ভাঙলে ভেতরে সম্রাটকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং ফাতেমাকে মৃত দেখতে পান। ধারণা করা হচ্ছে, ফাতেমাকে শ্বাসরোধ করে হত্যার পর সম্রাট আত্মহত্যা করেন।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ জানান, মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইব্রাহিম খলিল/আরএআর