আমরা একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি : ধর্ম উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, রাজনৈতিক অস্থিরতা নিরসন, অর্থনীতিকে সমৃদ্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কারের পর নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে আমরা বিদায় নেব। আমাদের মেয়াদ কম, তাই এই মুহূর্তে আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধ থাকা। অন্যথায় যে কোনো সময় সাম্প্রদায়িক শক্তি একত্রিত হয়ে জুলাই বিপ্লবের সকল অর্জন নস্যাৎ করে দিতে পারে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদরারাসায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
খালিদ হোসেন আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর আমরা একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। প্রতি মাসে নতুন নতুন চ্যালেঞ্জ সামনে আসছে কখনো মাজারে পাথর মারে, কখনো সড়কে বিক্ষোভ করে, কখনো সচিবালায়ে অগ্নিসংযোগ করে, কখনো আনসারদের বিদ্রোহ, একের পর এক এক চ্যালেঞ্জ। আল্লাহ তায়ালার রহমতে এবং আপনাদের সহযোগিতায় আমরা সকল চ্যালেঞ্জ মোকাবিলা করছি।
পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নেন্সের গভর্নর আলহাজ মাওলানা শাহ মো. নেছারুল হকের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, ওয়ায়েজিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা শাহ মো. নিজামুল হক, টেংরাখালী দরবার শরীফের পরিচালক মাওলানা শাহ মো. নেয়ামুল হকসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রায়হান/আরএআর