খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. আনিসুর রহমান তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এদিকে কঠোর নিরাপত্তার মধ্যে মুন্সি মাহাবুব আলম সোহাগকে আদালতে আনা হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাকে আদালত থেকে নেওয়ার সময়ও বিক্ষোভ প্রদর্শন করেন তারা। তাকে বহনকারী প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় আদালত চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তায় তাকে কারাগারে নিয়ে যায়।

এর আগে রোববার (২৯ ডিসেম্বর) গভীর রাতে তাকে নগরীর তারের পুকুর এলাকা থেকে গ্রেপ্তার করে খুলনা মহানগর ডি‌বি পু‌লিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায় জানান, গত ২৯ আগস্ট খুলনা সদর থানায় দায়ের করা মামলায় মুন্সি মাহবুব আলম সোহাগকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক মো. আনিসুর রহমান তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

মহানগর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর তারের পুকুর এলাকার হাজী মেহের আলী সড়কের একটি বাড়িতে অভিযান চালিয়ে মুন্সি মাহাবুব আলম সোহাগকে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় নিয়মিত মামলা রয়েছে। তাছাড়া হত্যাসহ বিএনপি অফিস ভাঙচুর এবং খালিশপুর থানা বিএনপি নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগও রয়েছে।

মোহাম্মদ মিলন/এমজেইউ