সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের ছররা গুলিতে দৃষ্টিশক্তি হারানো শাহীন হোসেনকে আর্থিক সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

গতকাল (বিজিবি-৩৩) ব্যাটালিয়নের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক তার হাতে ১ লাখ টাকার চেক তুলে দেন।

শাহীন হোসেন সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকার শাজাহান আলী সানার ছেলে। তিনি গত ৫ আগস্ট সাতক্ষীরা শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন। ওই সময় পুলিশের ছররা গুলিতে তার চোখ গুরুতর জখম হয় এবং তিনি দৃষ্টিশক্তি হারান।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, “শাহীন হোসেনের পুনর্বাসনের জন্য আমরা নগদ ১ লাখ টাকার চেক প্রদান করেছি। এর আগে গত ২৫ আগস্ট আরও ৩ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।” 

বিজিবির সহায়তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শাহীন হোসেন বলেন, “গুলিবিদ্ধ হওয়ার পর চোখের চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়েছে। বিজিবির এই সহায়তা আমার পুনর্বাসনে কাজে আসবে।”

এ ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দেন বিজিবি অধিনায়ক।

ইব্রাহিম খলিল/এনএফ