আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতাসীন দলের ক্ষমতা ও রেজিস্টার একেএম এনায়েত হোসেনের অনিয়ম করে নিয়োগ পাওয়া দুই শিক্ষককে চাকরিচ্যুত করেছে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ (জিইউবি)।

শনিবার (২৮ ডিসেম্বর) প্রতিষ্ঠানের চেয়ারম্যান সৈয়দা আরজুমান বানু নার্গিস স্বাক্ষরিত অব্যাহতিপত্র থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িতসহ সিজিপিএ পয়েন্ট কম থাকার পরেও নিয়োগসহ বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চাকরিচ্যুত ওই দুই শিক্ষক হলেন, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের প্রভাষক রশিদ নাহিয়ান ও একই বিভাগের শিক্ষক মনজুরুল হাসান নাফি।

তথ্যমতে, ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজিস্টার একেএম এনায়েত হোসেনের স্বজন হওয়ায় অবৈধ প্রভাব খাটিয়েছেন দুই শিক্ষক। তাদের সব অনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন গণমাধ্যমে গত ১০ ডিসেম্বর সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সেই সংবাদের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ। তদন্তে উঠে আসে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সময়ে শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত, প্রতিষ্ঠানের উপাচার্যকে অবৈধভাবে চাপ প্রয়োগ করে চাকরিচ্যুত করার প্রমাণ। এ ছাড়া ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে অনৈতিক সুবিধা দেওয়া, নিজেদের সিজিপিএ কম থাকলেও স্বজনপ্রীতির কারণে চাকরি পাওয়ার বিষয়টি প্রমাণিত হয়। তাই তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার এনায়েত হোসেন বলেন, আমার স্বজন হলে কি চাকরি করতে পারবে না? আমি বিয়ের অনুষ্ঠানে আছি। দুই শিক্ষকের বহিষ্কারের খবর শুনেছেন বলে জানান তিনি।

সৈয়দ মেহেদী হাসান/এএমকে