কুমিল্লা চান্দিনার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটেছে। এতে অসংখ্যক ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট কাজ করছে।

রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রোববার রাত ১২টার দিকে হঠাৎ বাজারের একটি দোকানে আগুন দেখতে পান ব্যবসায়ীরা। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে পুরো বাজারে। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাজ শুরু করলেও আগুন ছড়িয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে দাউদকান্দি এবং তারপর কুমিল্লা ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে যুক্ত হন।

কুমিল্লা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, প্রত্যেক স্টেশনের দুটি করে তিন স্টেশনের ছয়টি ইউনিট কাজ করছে। চান্দিনা ও দাউদকান্দি নিয়ন্ত্রণ করতে না পারায় কুমিল্লাকে কল করা হয়। আগুনের অবস্থা ভয়াবহ। আমরা কাজ করছি। আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূইয়া বলেন, আমাদের ছয়টি ইউনিট কাজ করছে। আগুন প্রায় নিয়ন্ত্রণে। তবে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আমাদের কর্মীরা কাজ করছেন।

এখনও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। এখনে সবগুলোই ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। তাই আর্থিক ক্ষতির পরিমাণ বিপুল। এখনও নিহত বা আহতের খবর পাইনি বলেও জানান তিনি।

আরিফ আজগর/এএমকে