মানিকগঞ্জে সীমানা নিয়ে বিরোধ, প্রাণ গেল কৃষকের
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে মোজাফফর হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার সিংজুরি ইউনিয়নের বৈলতলা সিংজুরি এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত মোজাফফর হোসেন উপজেলার সিংজুরি ইউনিয়নের বৈলতলা সিংজুরি এলাকার মৃত হেকমত আলীর ছেলে। তিনি পেশায় কৃষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে মোজাফফর হোসেনের সঙ্গে প্রতিবেশী আব্দুর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে আব্দুর রহমান সীমানার খুঁটি তুলতে গেলে মোজাফফর হোসেন বাধা দেন। এতে আব্দুর রহমান ক্ষিপ্ত হয়ে মোজাফফর হোসেনের ঘাড়ে কাঠের টুকরো(বাটাম) দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান।
ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) চিন্ময় মন্ডল জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঘটনার পর আব্দুর রহমানসহ তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছেন বলেও তিনি জানান।
সোহেল হোসেন/এমজে