রাজবাড়ীতে ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু
রাজবাড়ীতে আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়েছে। আগামী ১ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে।
বিজ্ঞাপন
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই মেলা কার্যক্রম চলবে। মেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রর প্রকাশনাসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনার মোট ১০ হাজারের বেশি বই রয়েছে। মেলায় উপন্যাস, গল্পের বই, রম্যরচনা, ভ্রমণকাহিনী, কবিতার বই, নাটকের বই, দর্শন, বিজ্ঞান, সায়েন্স ফিকশন, স্বাস্থ্য-চিকিৎসাসহ বিভিন্ন ধরনের বই রয়েছে।
সরেজমিনে দেখা যায়, রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠের দক্ষিণপূর্ব দিকে একটি লম্বা তাঁবু টানিয়ে ঘর বানানো হয়েছে। ঘরের মধ্যে ছোট ছোট তাকে সুন্দর করে বইগুলো সাজানো রয়েছে। অনেকেই এই ভ্রামমাণ বইমেলা দেখতে এসেছেন। কেউ বই পড়ছেন। আবার কেই তার পছন্দের লেখকের বইগুলো সংগ্রহ করছেন।
রাজবাড়ী সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাকিব হাসান মেলায় বই দেখছিলেন। তিনি বলেন, আমি টিউশন করে বাসায় যাচ্ছিলাম। তখন দেখি বিশ্বসাহিত্য কেন্দ্র এখানে ভ্রাম্যমাণ বই মেলা বসিয়েছে। এখানে রবীন্দ্রনাথের গীতবিতান বইটি আমি পেয়েছি। বইটি আমি নেব।
ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ দেবজ্যোতি মন্ডল বলেন, যে কেউ চাইলে এখান থেকে বই কিনতে পারবেন। যারা বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্য তাদের জন্য ৩৫ শতাংশ ছাড় রয়েছে। এ ছাড়া বিশ্বসাহিত্যের বইগুলো সবার ক্ষেত্রে ৩০ শতাংশ ও অন্যান্য প্রকাশনীর বইতে ২৫ শতাংশ ছাড় রয়েছে।
মীর সামসুজ্জামান সৌরভ/এমজে