‘ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা বাংলাদেশকে নরকে পরিণত করেছিল’
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা বাংলাদেশকে নরকে পরিণত করেছিল। হাসিনা ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করেছিল। ছাত্র-জনতা গণঅভ্যুত্থান করে জালিম সরকারের প্রধান শেখ হাসিনাকে গণভবন থেকে পালাতে বাধ্য করেছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার বানীবহ বড় বাজার এলাকায় বানীবহ ইউনিয়ন বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
বিএনপির এই নেতা বলেন, আন্দোলনের সময় আওয়ামী সন্ত্রাসীর গুলিতে আমাদের শত শত ছাত্ররা শহীদ হয়েছে। গত ১৭ বছর হাজার হাজার বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে। তাদেরকে আয়না ঘরে গুম করে রাখা হয়েছিল। হাজার হাজার নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। জেলখানা নেতাকর্মীদের আহাজারিতে ভারি হয়ে উঠেছিল। নেতাকর্মীদের পরিবারের লোকজন মানবেতর জীবনযাপন করেছে।
আরও পড়ুন
তিনি বলেন, সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বিএনপির অব্যাহত আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
বানীবহ ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন খানের সভাপতিত্বে ও বানীবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. খোরশেদ আলম ও বানীবহ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আমিন উদ্দিন মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মনজুরুল আলম দুলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব প্রমুখ।
সামসুজ্জামান সৌরভ/এমএসএ