আল্লাহর দাসত্ব করা মানুষের জন্য মর্যাদার : রাবি উপাচার্য
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব বলেছেন, নিজের সম্মান ও মর্যাদার জন্য আল্লাহর দাসত্ব করতে হবে। আমরা যদি আল্লাহর দাসত্ব না করি, আমাদের মস্তিষ্কের গঠন এমন—আমরা অন্যকিছুর দাসত্ব করব। আল্লাহর দাসত্ব যদি আমাদের হৃদয়ে না থাকে, তাহলে আমরা ক্ষমতা, অর্থ-সম্পদ, পদ-পদবি ও রাজনৈতিক ক্ষমতার দাসত্ব করতে শুরু করবো। যা আল্লাহপাকের দাসত্বের থেকে খুবই নিকৃষ্ট। এজন্য মাদরাসাগুলোতে শিশুদেরকে আল্লাহর বান্দা হওয়ার শিক্ষা দিতে হবে।
শনিবার (২৮ ডিসেম্বর) বাগেরহাটে ঐতিহ্যবাহী বারুইপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, মাদরাসার বর্তমান শিক্ষাব্যবস্থায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় শেখানো হয়। এর সঙ্গে একজন শিশু যেভাবে সঠিকভাবে আল্লাহর দাসত্ব করতে পারে সেই শিক্ষা দিতে হবে। পাশাপাশি শিশুরা যাতে ভবিষ্যতে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিকভাবে নেতৃত্ব দিতে পারে সেই ধরনের যুগোপযোগী শিক্ষাদানের অনুরোধ করেন এই শিক্ষাবিদ।
মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এ বি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মো. নসরুল্লাহ, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাওলাদার মো. রকিবুল বারি, জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, ফকিরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. মুসা হুসাইন খান, মাধবকাঠী মাদরাসার অধ্যক্ষ মাওলানা মশি রহমান খান, বারুইপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা খিজির ইসলাম প্রমুখ।
দিনব্যাপী এই মিলন মেলায় বিভিন্ন সময় মাদরাসায় পড়ুয়া কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার পাশাপাশি নতুনদের উৎসাহ দেন মাদরাসা কর্তৃপক্ষ। সকাল থেকেই নবীন ও প্রবীণদের মিলন মেলায় পরিণত হয় মাদরাসা প্রাঙ্গণ।
শেখ আবু তালেব/এএমকে