সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো, আসামমুড়া গ্রামের মাঝহাটির রহিদ আলী, হাফিজুর রহমান এবং ফয়জুর রহমান। 

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, আগুনের সূত্রপাত হয় শুক্রবার সকাল ১১টার দিকে। কোনো কিছু বুঝে উঠার আগেই আগুন বাড়তে শুরু করে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় তিনটি ঘর ও তার ভেতরের আসবাবপত্র, মূল্যবান সামগ্রী এবং নগদ টাকা, কাপড়সহ সবকিছু পুড়ে যায়। 

শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা এতো বেশি ছিল ফায়ার সার্ভিসের আশার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

ভুক্তভোগী ফয়জুর রহমান বলেন, আগুনে আমাদের বড় ধরনের ক্ষতি হয়েছে। ঘরের আসবাবপত্র, মূল্যবান জিনিস এবং জমানো টাকা সবকিছু পুড়ে গেছে। আমাদের নতুন করে ঘর তোলার কোনো সামর্থ্য নেই। এখন সরকারি সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারব না।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী ঢাকা পোস্টকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা ঢাকা পোস্টকে বলেন, আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুকনো খাবার, শীতবস্ত্র ও ঢেউটিন সরবরাহ করেছি। তাদের সহায়তা অব্যাহত থাকবে। 

তামিম রায়হান/এমএসএ