১০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। গঠন করা হয়েছে ৮টি উপ-কমিটি। আগামী ২৮ ডিসেম্বর সম্মেলনের দিন ধার্য করা হয়েছে।

সর্বশেষ ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০২৪ সালে তৃণমূলের সব কমিটি সম্পন্ন করে সবার সহযোগিতায় একটি সফল সম্মেলন প্রত্যাশা করছে বর্তমান কমিটি। আগামী ২৮ ডিসেম্বরের সম্মেলনটি উদ্বোধন করবেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু। 

গত ২ নভেম্বর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিএনপির ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আবদুল মান্নানকে আহ্বায়ক এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির অর্থনীতিবিষয়ক সম্পাদক ও সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে একাধিকবার ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নেওয়া খালেদ হোসেন মাহবুব ওরফে শ্যামলকে ১ নম্বর সদস্য করা হয়েছে। তা ছাড়া অন্য সদস্যদের মধ্যে রয়েছেন- জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম খান, বেলাল উদ্দিন সরকার, জেলা কৃষক দলের আহ্বায়ক আবু শামীম মো. আরিফ, মো. আসাদুজ্জামান শাহীন, আইনজীবী সমিতির সভাপতি এ কে এম কামরুজ্জামান মামুন, মো. কাউসার, মো. আজিম প্রমুখ।

শৃঙ্খলা ও উৎসবমুখর পরিবেশে একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন বর্তমান কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ। তিনি বলেন, একটি সফল সম্মেলন করাই আমাদের লক্ষ্য। ইতোমধ্যে ২০২৪ সালে তৃণমূলের কমিটিগুলো সম্পন্ন করা হয়েছে।

মাজহারুল করিম অভি/এমজে