মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন টেঁটাবিদ্ধ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া রামকৃষ্ণদী বাজারে তিনটি দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, লতব্দী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শামসুদ্দিন খান খোকন ও একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শাহ আলীর সঙ্গে পূর্ব বিরোধের জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শামসুদ্দিন খান খোকনের লোকজন শাহ আলী মেম্বার লোকজনের ওপর হামলা করে দোকান ভাঙচুর ও লুটপাট করে। হামলায় মরিয়ম (৪৫) শিশু মোল্লা (৫০) ও সজীব (২৮) নামে তিনজন টেঁটা বিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। টেঁটাবিদ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা বিভিন্ন জাগায় প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আরও পড়ুন
এ বিষয়ে সাবেক ইউপি সদস্য শাহ আলী মেম্বার বলেন, আমি বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিরাজদিখান মারকাজ মসজিদে ছিলাম। মারামারির বিষয়টা আমি পরে জানতে পেরেছি।
এদিকে সাবেক ইউপি সদস্য শামসুদ্দিন খান খোকনের মুঠোফোনে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, লোকমুখে শুনেছি খোকন মেম্বার, শাহ আলী মেম্বারের লোকজনের ওপর হামলা করেছে। এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি।
ব.ম শামীম/এমএন