আগামী বছর উত্তরবঙ্গে বিপিএল আয়োজন করতে চাই : আসিফ মাহমুদ
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এবার তিন বিভাগে বিপিএল আয়োজন করা হচ্ছে। আমরা উত্তরবঙ্গে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করে আগামী বছর বিপিএল আয়োজন করতে চাই।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে দিনাজপুরের খানসামা উপজেলায় পাকেরহাট গ্রোয়ার্স মার্কেট আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এত রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি, সেই স্বাধীনতা যাতে এ দেশের জনগণ দীর্ঘমেয়াদে ভোগ করতে পারে সেজন্য সরকার সকল সেক্টরে সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে। আমাদের আহ্বান থাকবে আপনারা আপনাদের মতামত ও সমর্থন দিয়ে সংস্কার কার্যক্রমে সহযোগিতা করবেন এবং কেমন বাংলাদেশ চান সেটা আমাদের ও সংস্কার কমিশনগুলোকে জানাবেন, পরামর্শ দেবেন। বাংলাদেশের মানুষ যেমন বাংলাদেশ চায় আমরা সেরকম বাংলাদেশ গড়ে তুলতে চাই।
আসিফ মাহমুদ বলেন, আপনারা আবার নতুন করে চাঁদাবাজি ও দখলদারিত্ব করে বাংলাদেশের মানুষকে সেই দুঃশাসনের মধ্যে ঠেলে দেবেন না। আপনারা দেখেছেন চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিবাজদের কী অবস্থা হয়। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আপনারা যদি নিজেদের সেই পরিণতি না চান তাহলে আল্লাহর ওয়াস্তে যত ধরনের দুর্নীতি, চাঁদাবাজি এবং দখলদারদের সঙ্গে যুক্ত হয়েছেন সেখান থেকে সরে আসুন। বাংলাদেশের মানুষ আপনাদেরকে প্রাণভরে ভালোবাসবে, স্বাগত জানাবে।
তিনি আরও বলেন, আপনারা জানেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ভারতকে চিঠি দেওয়া হয়েছে। আমরা নিশ্চিত করতে চাই, যারা ২৪-এর অভ্যুত্থানে আমার ভাইদের শহীদ করেছে, আহত করেছে, বাংলার জমিনে তাদের বিচার নিশ্চিত করব। তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে যেন বাংলাদেশে আর কখনো কোনো স্বৈরাচার সরকার মাথাচাড়া দিতে না পারে।
এর আগে আজ বেলা ১১টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলা ও দুপুর ২টায় খানসামা উপজেলা অডিটরিয়ামে শীতবস্ত্র বিতরণ ও উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোহাগ/এমজেইউ