কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় আটক ৫
কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩) ডিসেম্বর রাতে এবং মঙ্গলবার (২৪ ডিসেম্বর) চৌদ্দগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার বিকেলে তাদের আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটকরা হলেন- চৌদ্দগ্রামের কুলিয়ারা এলাকার আব্দুল হক মজুমদারের ছেলে ইসমাইল মজুমদার (৪৩), সুলতান আহমেদ মজুমদারের ছেলে জামাল উদ্দিন মজুমদার (৫৮), মৃত এসহাক ভুঁইয়ার ছেলে ইলিয়াস ভূঁইয়া (৫৮), নাঙ্গলকোটের রায়কোট এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে আবুল কালাম আজাদ (৪৮) এবং চাঁদপুর সদর উপজেলার মই সাদি গ্রামের জাকির হোসেনের ছেলে ইমতিয়াজ আব্দুল্লাহ সাজ্জাদ (১৯)।
বিজ্ঞাপন
চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আখতারুজ্জামান ঢাকা পোস্টকে জানান, বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। ঘটনায় থানায় এখনো কোনো মামলা না হওয়ায় আটকদের ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ দেখে ওই ৫ ব্যক্তিকে শনাক্ত করা হয়েছিল। বাকি অভিযুক্তদের আটকে পুলিশের একাধিক টিম মাঠে অভিযান চালাচ্ছে।
প্রসঙ্গত, গত রোববার (২২ ডিসেম্বর) দুপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করেন স্থানীয় কয়েকজন। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ওই এলাকার জামায়াতের সমর্থক প্রবাসী আবুল হাসেমের নেতৃত্বে ১০-১২ জন এ ন্যাক্কারজনক ঘটনা ঘটান। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু লুদিয়ারা এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে আওয়ামী লীগের সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের রোষানলে পড়ে দীর্ঘ ৮ বছর এলাকা ছাড়া ছিলেন তিনি। গত ৫ আগস্ট সরকার পতনের পর বেশ কয়েকবার তার বাড়িতে হামলা চালানো হয়।
আরিফ আজগর/এমজেইউ