রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদী থেকে ১৮ কেজি ওজনের একটি পাঙাশ ও ৮ কেজি ওজনের একটি আইড় মাছ ধরা পড়েছে। মাছ দুটি অনলাইনের মাধ্যমে ৫৩ হাজার ৪০০ টাকায় চট্টগ্রামে এক ক্রেতার কাছে বিক্রি হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) মানিকগঞ্জের হরিরামপুর এলাকায় জেলে নিমাই হালদারের জালে মাছ দইটি ধরা পড়ে।

জানা গেছে, নিমাই হালদার তার সঙ্গীদের নিয়ে পদ্মা নদীর মানিকগঞ্জের হরিরামপুর এলাকায় মাছ শিকারে বের হলে তাদের জালে একটি ১৮ কেজি ওজনের পাঙাশ ও ৮ কেজি ওজনের আইড় মাছ ধরা পড়ে। পরে মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়ায় নিয়ে এলে ৫ নং ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাকিল সোহান মৎস্য আড়তের মালিক মো. শাহজাহান শেখ ১৮ কেজি ওজনের পাঙাশ মাছটি ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ৩২ হাজার ৪০০ টাকায় ও ৮ কেজি ওজনের আইড় মাছটি ২ হাজার ২০০ টাকা কেজি দরে ১৭ হাজার ৬০০ টাকায় কিনে নেন।

মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, সরাসরি জেলেদের কাছে থেকে মাছ দুটি কিনে অনলাইনের মাধ্যমে চট্টগ্রামের এক ব্যবসায়ীর কাছে পাঙাশ মাছটি ১ হাজার ৯০০ টাকা কেজি দরে ৩৪ হাজার ২০০ টাকা ও আইড় মাছটি ২ হাজার ৪০০ টাকা কেজি দরে ১৯ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়েছে।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দা.) হালিমা সরদার বলেন, নদীতে পানি কমে যাওয়ার কারণে জেলেদের জালে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। জেলেরা মাছগুলো ভালো দামে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে।

মীর সামসুজ্জামান সৌরভ/জেডএস