পঞ্চগড়ে বাড়ির উঠানে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আদিফা আক্তার (৪) নামে এক শিশু নিহত হয়েছে। 

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলার সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। নিহত আদিফা ওই ইউনিয়নের আনারুল মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষি জমি থেকে ট্রাক্টরটি মাটি কেটে আনারুলের বাড়িতে আসছিলো। বাড়ির উঠানে শিশুটি খেলছিল। এ সময় ট্রাক্টরটি পেছন থেকে শিশু আদিফাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

পঞ্চগড় সদর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, ট্রাক্টরের চাপায় এক শিশু নিহত হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হচ্ছে।

এসকে দোয়েল/আরকে