নারায়ণগঞ্জে ডায়িং কারখানার বয়লারে আগুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসমিল্লাহ ডায়িং নামের একটি কাপড় রং করার কারখানার বয়লারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানাটিতে কাপড় রং করার সময় হঠাৎ একটি বয়লারে আগুন জ্বলে উঠে। বয়লারে তরল পদার্থ থাকায় আগুনের শিখা বাড়তে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ ও পাগলা স্টেশনের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
বিজ্ঞাপন
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। বয়লার মেশিনসহ কাপড় ও কাঁচামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানানো হবে।
মেহেদী হাসান সৈকত/এমজেইউ