সাভারে বাসচাপায় প্রত্যয় সরকার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। এ সময় শিক্ষার্থীরা ঘাতক বাসচালক ও সহযোগীদের দ্রুত বিচারের দাবি জানান।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকায় সড়ক অবরোধ করেন তারা। বেলা সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন।

নিহত প্রত্যয় সরকার সাভার পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) নাসিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এর আগে, গত শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা-আরিচা মহাসড়কে পাকিজা এলাকায় ঠিকানা পরিবহনের বাসের চাপায় তার মৃত্যু হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দ্রুতগতির ঠিকানা পরিবহনের একটি বাস আমাদের সিআরপি নাসিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকারকে চাপা দেয়। এতে বাসের চাপায় প্রত্যয়ের মৃত্যু হয়। প্রত্যয় হত্যায় জড়িত ঘাতক বাসচালক ও সহযোগীদের বিচারের দাবি করেন শিক্ষার্থীরা। অন্যথায় আরও কঠিন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম ঢাকা পোস্টকে বলেন, বাসচাপায় ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন। তবে তাদের বুঝিয়ে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

লোটন আচার্য্য/এএমকে