নড়াইলে পণ্ডিত রাসমোহন মিশ্রের জন্মজয়ন্তী উৎসব উদযাপন
নড়াইলে দুইদিনব্যাপী পণ্ডিত রাসমোহন মিশ্রের ১৫২তম জন্মজয়ন্তী উৎসব উদ্যাপিত হয়েছে। গত শুক্রবার সদর উপজেলার মালিয়াট সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় মাঠে পণ্ডিত রাসমোহন মিশ্র সেবাশ্রমের আয়োজনে এ অনুষ্ঠানের শুরু হয়। নানা আয়োজনের মধ্যদিয়ে শনিবার রাতে এ উৎসব শেষ হয়।
আয়োজনের মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান৷ এতে সভাপতিত্ব করেন পণ্ডিত রাসমোহন মিশ্র সেবাশ্রমের সভাপতি সুকান্ত রায়।
বিজ্ঞাপন
সাধারণ সম্পাদক বিলাস কুসুম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সিহাবুর রহমান সিহাব, শেখহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি বাবর আলী মোল্যা, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু জাফর মুরাদ প্রমুখ।
আরও পড়ুন
জানা যায়, বাংলা ১২৭৯ সালে নড়াইল শেখহাটি ইউনিয়নের মালিয়াট গ্রামে পণ্ডিত রাসমোহন মিশ্র জন্মগ্রহণ করেন এবং ১৩৬৮ সালের ১৮ অগ্রহায়ণ শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি জমিদারদের আমলে ১৮৯৭ সালে মালিয়াট গ্রামে শিক্ষার আলো ছড়াতে একটি পাঠশালা গড়ে তুলেছিলেন। এ কারণে তাকে কারাবন্দী হতে হয়েছিলে। পরে ওই অঞ্চলের জনগণ তাকে কারাগার থেকে মুক্ত করে আনে। শিক্ষার বিস্তারে অসাধারণ ভূমিকা রাখায় এখনো রাসমোহন মিশ্রকে শ্রদ্ধার সাথে স্মরণ করে এলাকাবাসী।
মোহাম্মদ মিলন/এনএফ