তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সভাপতি ও রাঙামাটি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মওলানা শরিয়ত উল্লাহ, মাওলানা রহমতুল্লাহ, কাউসার আহমেদ,  মওলানা ইমামুদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন,  ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর এসব সাদপন্থিরা দেশে অরাজকতা তৈরি করে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে এই জঘন্য হামলা করেছে। তারা ঘুমন্ত মুসল্লিদের ওপর আক্রমণ করে হত্যা করেছে। এই অপকর্ম করে তার দমে যায়নি। দেশের বিভিন্ন আলেমদের নামে মামলা দিচ্ছে। তাদের এমন ন্যাক্কারজনক কাজের প্রতিবাদ জানাচ্ছি।   

বক্তারা আরও বলেন, এই সাদ হচ্ছেন ইন্ডিয়ান র এর এজেন্ট।  তার অনুসারীরা র ও মোসাদের মদদে কার্যক্রম পরিচালনা করেন। এসব লেবাসধারীদের বাংলার তৌহিদী জনতা মেনে নিতে পারে না। তারা আমাদের এই দেশে কোনো কার্যক্রম চালাতে পারবে না। যদি চালায় তাহলে আমরা তা প্রতিহত করবো।  তাই সরকারের কাছে অনুরোধ করছি দেশের যে সকল মসজিদে তাদের কার্যক্রম আছে, খোঁজ নিয়ে সেগুলো বন্ধ করে দিন। যদি তা না করেন, তাহলে আমরা তাদের প্রতিহত করতে গিয়ে কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হলে সে দায়ভার সরকারকেই  নিতে। 

সমাবেশ শেষে আহত ও নিহতদের জন্য দোয়া করা হয়।

মিশু মল্লিক/এনএফ