বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, শেখ হাসিনার আমলে বাংলাদেশকে শ্মশানে পরিণত করা হয়েছিল। আমাদের প্রতিবেশী দেশ হলেও ১৭ বছরে শেখ হাসিনার সব অপকর্মের সমর্থন করেছে ভারত।

শুক্রবার(২০ ডিসেম্বর) বিকেলে রাজবাড়ীর সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন বিএনপির আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ভারতের সাথে আমাদের দলের নেতাকর্মীরা কথা বলেছে বারবার। আমরা ভারতের কাছ থেকে ভালো আচরণ আশা করি। ভারতের কাছে বারবার আহ্বান করার পরেও তারা সমর্থন করেছে শেখ হাসিনাকে। সমর্থন করছে হত্যাকাণ্ডকে। হাসিনা প্রমাণ করেছে সে ভারতের একটি উৎকৃষ্ট দালাল। তাই ভারত তাকে আশ্রয় দিয়েছে। সেখানে থেকে সে ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, শেখ হাসিনার আমলে আয়না ঘর করে হাজার হাজার নেতাকর্মীদের গুম করে সেখানে নির্যাতন করা হয়েছে। বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ টাকা লুট করে হাসিনা তার আত্মীয় স্বজনদের কাছে পাঠিয়েছে। হাসিনার ভাগ্নি টিউলিপ বাংলাদেশ থেকে ৬০ হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে। যেই টাকা দিয়ে বাংলাদেশে ৬০০ হাসপাতাল তৈরি করা যেতো।

আলীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক মণ্ডলের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এ সবুর শাহীন, জেলা যুব দলের সভাপতি খায়রুল আনাম বকুল প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, আলীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মীর সামসুজ্জামান সৌরভ/এমএ