রাজশাহীতে পুলিশের এক কনস্টেবলকে জিম্মি করে আড়াই লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করেছে। এ ঘটনায় সানোয়ার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) ভোররাতে নগরের টুলটুলিপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মূলহোতা মিলনসহ (৩৫) অন্যরা পলাতক রয়েছেন।

ভুক্তভোগী পুলিশ সদস্যর নাম বদিউজ্জামান জনি। তিনি রাজশাহী নগরীর রাজপাড়া থানায় কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করেন।

রাজপাড়া থানা পুলিশ জানায়, কনস্টেবল জনি পরিবার নিয়ে নগরীর কোর্ট স্টেশন এলাকায় থাকেন। থানায় ডিউটি শেষে শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। টুলটুলিপাড়া মোড়ে মিলনসহ পাঁচ থেকে ছয়জন তার গতিরোধ করে। এরপর দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করা হয় তাকে। এ সময় তার কাছে আড়াই লাখ টাকা দাবি করা হয়।

ঘটনার মূলহোতা মিলন। সম্প্রতি সে জেল থেকে জামিনে বের হয়েছেন। এরপর থেকেই কনস্টেবল জনিকে জিম্মি করার জন্য ওঁৎ পেতেছিলেন। শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে জনিকে পেয়ে জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, এ ঘটনায় পুলিশ কনস্টেবলের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামি হিসেবে মিলন ও সানোয়ারসহ চারজনের নাম উল্লেখ আছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে সানোয়ারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার মূলহোতা মিলনসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শাহিনুল আশিক/এমএ