মাগুরার মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ মণ্ডলকে বদলি করা হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয় খুলনা মাঠ প্রশাসন শাখার এক অফিস আদেশে তাকে বদলি করা হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) ওই অফিস আদেশে স্বাক্ষর করেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের (খুলনা) সিনিয়র সহকারী কমিশনার এস এম মুস্তাফিজুর রহমান। পরে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব পলাশ মণ্ডলকে (১৮০৭৫), মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

গত মঙ্গলবার ইউএনও পলাশ মণ্ডলের অপসারণের দাবিতে মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে শহরের ভায়নার মোড়ে অবস্থান নিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন তারা। অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নিয়ে স্বাক্ষরলিপি প্রদান করেন তারা। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি হামলাকারী শেখ রিজু মিয়াকে উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ মদদে পুনর্বাসন করায় ও প্রশাসনের বিভিন্ন স্বৈরাচারী মনোভাব এখনও বিদ্যমান থাকায় ইউএনও পলাশ মণ্ডলের অপসারণের দাবি জানান।

এ ঘটনার পর বুধবার বিভাগীয় কমিশনারের কার্যালয় খুলনা মাঠ প্রশাসন  শাখার এক অফিস আদেশে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়।

এমএন