ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ চৌধুরী (২৮) হত্যা মামলায় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুল ইসলামসহ (৪৫) চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। তারা সবাই এই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে গ্রেপ্তারকৃতদের গৌরীপুর থানা পুলিশের কাছে সংশ্লিষ্ট মামলায় সোপর্দ করেছে র্যাব-১৪-এর একটি অভিযানিক দল। 

গ্রেপ্তারকৃতরা হলেন—মেহেদী হাসান (২৪), এহসানুল হক মিলন (২২), মামুন (২২) ও রাকিবুল ইসলাম (৪৫)। তারা সবাই গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের বাসিন্দা। 

এর আগে বুধবার রাতে শরীয়তপুর জেলার নড়িয়া থানা এলাকা এবং চট্রগামের পতেঙ্গা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন র্যাব-১৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম।

তিনি আরও বলেন, গত ২৭ নভেম্বর এলাকার আধিপত্য ও পূর্ববিরোধের জের ধরে ডৌহাখলা উচ্চ বিদ্যালয়-সংলগ্ন এলাকায় ছাত্রদল নেতা সোহাগ চৌধুরীকে কুপিয়ে মারাত্মক আহত করেন আসামিরা। এরপর গত ৫ ডিসেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহাগ। এ ঘটনায় নিহতের বড় ভাই মাজাহারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে আসামিরা পলাতক ছিলেন। 

মো. আমান উল্লাহ আকন্দ/এএমকে