খাগড়াছড়ির আলুটিলায় পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় নারী-শিশুসহ ১৪ পর্যটক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে আলুটিলার পুনর্বাসন এলাকায় পাহাড় থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাসটি সড়কে উল্টে যায়। 

খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

আহতরা হলেন- কাউসার (৬৬), রেদোয়ান (৩০), শহিদুর রহমান (৩৭), রফিকুজ্জামান (৪৪), শামীম পারভেজ (৩২), ইমরান (৮), সামিরা সুরভী (১৯), অর্তি ঘোষ (৩৪), ইমরান হোসেন (৪১), শাহজাহান আলী (৫৬), আশরাফুল হক(৪৩), বিক্রম চক্রবর্তী (৩৫)। 

আহতদের সবাই রাজবাড়ী জেলার বাসিন্দা। তারা ঢাকা থেকে একটি টুরিস্ট গ্রুপের সঙ্গে সাজেক যাচ্ছিলেন।

দুর্ঘটনাগ্রস্ত গাড়ির পর্যটক হাবিবুর রহমান বলেন, রাজবাড়ী জেলা থেকে ১৭ জন পর্যটক ঢাকার একটি টুরিস্ট গ্রুপের সঙ্গে সাজেক যাচ্ছিলেন। আলুটিলা পাহাড় থেকে নামার সময় অতিরিক্ত গতি থাকায় মোড় ঘুরতে গিয়ে সড়কের ওপর গাড়িটি উল্টে যায়।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আরএমও রিপল বাপ্পি চাকমা বলেন, খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে দুইজন একটু বেশি আঘাতপ্রাপ্ত হলেও গুরুতর আহত কেউ নেই।

মোহাম্মদ শাহজাহান/আরকে