৪ সাপ ও ২ টিয়া পাখি উদ্ধারের পর বনে অবমুক্ত
বরগুনার আমতলী উপজেলায় জাহাঙ্গীর নামে এক সাপুরের বাড়ি থেকে চারটি ভিন্ন প্রজাতির সাপ এবং মো. লাল মিয়া নামে এক ব্যক্তির খাঁচায় বন্ধি রাখা দুটি টিয়া পাখি উদ্ধার করা হয়েছে। পরে উপজেলা প্রশাসনের নির্দেশনায় উদ্ধারকৃত সাপ ও পাখি দুটি অবমুক্ত করে উপজেলা বন বিভাগ।
বুধবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে আমতলী উপজেলার আমড়া গাছিয়া নামক এলাকা থেকে সাপগুলো উদ্ধার করা হয়। এনিম্যাল লাভার্স অব পটুয়াখালী নামের একটি সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজ্ঞাপন
এ ছাড়া একই দিন সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী বাজার থেকে বিক্রির উদ্দেশে নিয়ে আসা দুটি টিয়া পাখি উদ্ধার করে উপজেলা বন বিভাগ।
এনিম্যাল লাভার্স অব পটুয়াখালী নামক সেচ্ছাসেবী সংগঠন সূত্রে জানা যায়, বিভিন্ন এলাকার সাপুড়েরা সাপ দিয়ে বাজারে ভয়ভীতি দেখিয়ে কুসংস্কার ছড়িয়ে সাধারণ মানুষের থেকে অবৈধভাবে টাকা হাতিয়ে নেন। এমন অভিযোগের ভিত্তিতে এনিম্যাল লাভার্স অব পটুয়াখালী নামের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সাপুড়েদের কাছে আটকে রাখা সাপ উদ্ধারের উদ্দেশে বরগুনার আমতলী উপজেলায় একটি অভিযান পরিচালনা করেন। এ সময় আমতলীর আমড়া গাছিয়া নামক এলাকার বাসিন্দা সাপুড়ে জাহাঙ্গীরের বাড়ি থেকে বাক্সের মধ্যে আটকে রাখা বিষধর দুটি পদ্মগোখরা, একটি বিষধর খৈয়া গোখরা ও নির্বিষ একটি দাঁড়াশ সাপ উদ্ধার করেন তারা। পরে উদ্ধারকৃত সাপসহ সাপুড়ে জাহাঙ্গীরকে আমতলী উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করেন সংগঠনের সদস্যরা।
এ ছাড়া একই দিন আমতলী উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ পশ্চিম আমতলী নামক এলাকার বাসিন্দা মো. লাল মিয়া দুটি টিয়া পাখি বিক্রি করতে বাজারে নিয়ে আসেন। খবর পেয়ে বাজার থেকে খাঁচায় বন্ধি পাখি দুটি উদ্ধার করেন আমতলী উপজেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. ফিরোজ শেখ। পরে সাপুড়ে জাহাঙ্গীর ও বন্য পাখি আটকে রেখে বিক্রির উদ্দেশে বাজারে নিয়ে আসার দায়ে লাল মিয়াকে আমতলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যান।
এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম ঢাকা পোস্টকে বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন সম্পর্কে অবগত না থাকায় সাপুড়ে জাহাঙ্গীরকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধারকৃত সাপ চারটি বনে অবমুক্ত করতে বন বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া খাঁচায় আটকে রেখে টিয়া পাখি বিক্রি করতে বাজারে নিয়ে আসা পাখি দুটিকে বনে অবমুক্ত করতে নির্দেশ দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান।
মো. আব্দুল আলীম/এএমকে