টাঙ্গাইলের মধুপু‌রে মোটরসাইকেল ও পিকআপের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে দুইজ‌ন নিহত হ‌য়ে‌ছেন। সংঘ‌র্ষে মোটরসাইকেল‌টি দুম‌ড়ে মুচ‌ড়ে যায় এবং পিকআপ‌টি সড়‌কের পা‌শে উল্টে যায়। 

বুধবার (১৮ ডি‌সেম্বর) ভো‌রে টাঙ্গাইল-ময়মন‌সিংহ আঞ্চ‌লিক মহাসড়‌কের কাকরাইদের বড়বাইদ এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে। 

নিহতরা হলেন শেরপুরের ঝিনাইগা‌তি উপ‌জেলার শালচুড়া গ্রা‌মের জালাল উদ্দি‌নের ছে‌লে হাফেজ হাবিবুর রহমান (২০) এবং টাঙ্গাইলের নাগরপুর উপ‌জেলার মুরাদপ‌ট্টি চুয়া‌লিপাড়া গ্রা‌মের শ‌হিদুল শিকদারের ছে‌লে হাফেজ হাসান সিরাজী (১৮)। হাবিবুর রহমান মধুপুর উপ‌জেলার কাকরাইদ বেরিবাইদ রামকৃষ্ণবা‌ড়ি মস‌জি‌দের ইমাম আর হাসান সিরাজী একই মসজিদের মুয়াজ্জিন ছিলেন। 

স্থানীয়রা জানান, তারা দুইজন বড়বাইদ এলাকার জা‌মিয়া ইসলা‌মিয়া সৈয়দ আহমাদিয়া দাওরা‌য়ে হা‌দিস মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী ছিলেন। পড়া‌শোনার পাশাপা‌শি কাকরাইদ রামকৃষ্ণবা‌ড়ি মস‌জি‌দে ইমাম‌তি ও মুয়াজ্জিনের দা‌য়িত্ব পালন কর‌তেন। ভো‌রে মস‌জি‌দে আজান দেওয়ার জন্য মাদরাসা থে‌কে মোটরসাইকেলে করে মস‌জি‌দের দি‌কে যা‌চ্ছিলেন। এসময় বিপ‌রীত দিক থে‌কে আসা পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন। ‌প‌রে ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়ার প‌থে তাদের মৃত্যু হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এমরানুল কবীর বলেন, দুইজ‌ন নিহত হ‌য়ে‌ছেন। পিকআপটি জব্দ করা হ‌য়ে‌ছে ত‌বে, চালক পা‌লি‌য়ে‌ছেন।

অ‌ভি‌জিৎ ঘোষ/আরকে