রাজশাহীতে বাস চলাচল শুরু
রাজশাহীতে বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ভদ্রা মোড় থেকে কয়েকটি বাস বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যেতে দেখা গেছে।
রাজশাহী মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা শ্রমিকদের জানিয়ে দিয়েছি। বাস চলাচাল শুরু হয়েছে। এখন আস্তে আস্তে সব কাউন্টার থেকে বাস চলাচল শুরু হবে।
বিজ্ঞাপন
এর আগে সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহীর তানোর উপজেলায় দুটি বাসের চালক ও হেলপারকে মারধর করে সিএনজিচালিত অটোরিকশার চালক। এই ঘটনার জেরে পরেদিন মঙ্গলবার দুপুর দেড়টা পর্যন্ত রাজশাহীতে বাস চলাচল বন্ধ ছিল। এ নিয়ে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।
ভদ্র বাস কাউন্টার থেকে জানানো হয়, এখান থেকে বাস চলাচল শুরু হয়েছে। এ পর্যন্ত চারটি বাস ছেড়ে গেছে বগুড়া, রংপুরের উদ্দেশে। যাত্রী হলেই সঠিক সময়ে আমাদের বাসগুলো ছেড়ে যাচ্ছে।
বাসচালক রবিউল ইসলাম বলেন, বাস চলাচল শুরু হয়েছে। মোটামুটি যাত্রী আছে। কারণ হঠাৎ করে বাস চলাচলের সিদ্ধান্তে যাত্রী একটু কম হচ্ছে।এছাড়া সমস্যা নেই।
এ বিষয়ে রাজশাহী মোটরশ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, দুপুর দেড়টার দিকে বাস চলাচল শুরু হয়েছে। এখন বাস চলাচল স্বাভাবিক রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বাস শ্রমিকদের নিরাপত্তা দেওয়ার কথা জানানো হয়েছে। আমরা বাস শ্রমিকদের জানিয়েছি তারা সড়কে গাড়ি চালাবে।
শাহিনুল আশিক/আরকে