হাতে হাতকড়া নিয়ে হাসপাতালে যুবকের গান, ভিডিও ভাইরাল
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অটোরিকশা চুরির অভিযোগে আটক এক যুবকের গানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
বিজ্ঞাপন
জানা গেছে, হামিন্দপুর কৈপাড়া এলাকায় অটো ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত ওই যুবককে স্থানীয়রা মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করে। সাদুল্লাপুর থানা পুলিশ ওই যুবককে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে জরুরি বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন রঞ্জন ও দুই পুলিশ সদস্যের উপস্থিতিতে হাতকড়া পরিহিত অবস্থায় ওই যুবক গান গাইতে শুরু করেন। সেই ফাঁকে কেউ একজন ঘটনাটি ভিডিও করে ফেসবুকে শেয়ার করে। ১ মিনিট ৩১ সেকেন্ডের সেই গানের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দীন বলেন, ঘটনাটি নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।
রিপন আকন্দ/আরকে