যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান বলেছেন, আজকে যারা মনে করছেন ৫ আগস্টের পরে জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীরা আমাদের কিছু বলছে না। তাদের উদ্দেশ্যে বলছি আমরা স্বৈরাচারী রাজনীতি করি না। গণতান্ত্রিক বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি করি। আমাদের নেতা তারেক রহমান ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক। আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি এদেশকে পরিচালনা করবেন। 

সোমবার (১৬  ডিসেম্বর) রাতে মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের সোনাতুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান বার্তা দিয়েছেন, আমরা দেশের মধ্যে প্রত্যেকটা মানুষ বাংলাদেশি। এক সঙ্গে বসবাস করছি। এক সঙ্গে বসবাস করব, সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলব। এখানে আমাদের ভেদাভেদ সৃষ্টি করার কোনো দরকার নেই। আমরা এখন  ধৈর্য ধরে আছি। কিন্তু ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় তাহলে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা কি করতে পরে তার প্রমাণ কিন্তু আপনারা পেয়েছেন, সে প্রমাণ কিন্তু আবারও দেখতে হবে।

সব্দালপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড (সোনাতুন্দী গ্রাম) বিএনপি সভাপতি কাজী রুহুল আমিনের সভাপতিত্বে ও বিএনপি নেতা আবেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ওয়ার্ড বিএনপি সভাপতি ফয়জুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, বিএনপি নেতা ওলিয়ার রহমান, সাবেক ছাত্রদল নেতা কামরুল হাসান প্রমুখ।

আরকে