লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। স্বৈরশাসন বা বাকশাল প্রতিষ্ঠার জন্য নয়। স্বাধীনতার ৫৪ বছর পার হয়ে গেলেও এখনো প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করা হয়নি। অমুক্তিযোদ্ধাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হোক।

সোমবার (১৬ ডিসেম্বর) কুমিল্লার চান্দিনা পৌর সদরের আধুনিক কমিউনিটি সেন্টার মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. রেদোয়ান বলেন, ভারত নানাভাবে আমাদের বিপর্যস্ত করার চেষ্টা করছে। বাংলাদেশে কোনো হিন্দুর ওপর অত্যাচার হয়নি। প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের লোকজন হিন্দুদের পূজা ও কীর্তন পালনের সময় পাহারা দিয়েছে। অথচ ভারতের কিছু সংবাদ মাধ্যম বলছে হিন্দুদের ওপর অত্যাচার করা হয়েছে। শেখ হাসিনা সেখানে বসে তাদের মন্ত্র দিচ্ছে, আর তারা এ কাজগুলো করছে। অন্তর্বর্তী সরকার সেটা মোকাবিলা করতে পারলে ভালো কথা। না হয় বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে তাদের আগ্রাসন মোকাবিলা করবে।

তিনি আরও বলেন, ভারতে যদি হিন্দুত্ববাদী ধর্মীয় সংগঠন বিজিপি রাজনীতি করতে পারে তাহলে তারা আমাদের কেন বলবে বাংলাদেশে ধর্মীয় রাজনীতি চলবে না। আমরা কী তাদের নির্দেশনায় চলব? কখনোই না। আমরা চাই আমাদের দেশে যেসব ধর্মীয় রাজনৈতিক সংগঠন আছে তারাও রাজনীতি করবে।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাছবীর হোসেন, চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা, সাবেক উপজেলা কমান্ডার হাজী আব্দুল মালেক, সাবেক কমান্ডার আব্দুল গাফফার, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মফিজ উদ্দিন ভূইয়া প্রমুখ।

আরিফ/এসএম