নারায়ণগঞ্জের আড়াইহাজারের জাহিন স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় রাত ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (১৬ ডিসেম্বর) দিনগত রাত পৌনে ২টায় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আড়াইহাজার, কাঞ্চন ও মাধবদী ফায়ার স্টেশনের ছয়টি ইউনিটের চেষ্টায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

এর আগে সোমবার রাত সাড়ে ৯ টায় আড়াইহাজার উপজেলার ঝাউগড়া পৌরসভায় অবস্থিত জাহিন স্পিনিং মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, জাহিন স্পিনিং মিলটি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের মালিকানাধীন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর আগুন বাড়তেই থাকে।

এমজেইউ