ফাইল ফটো

মহান বিজয় দিবস উপলক্ষে আজ বিনা টিকিটে নাটোরের উত্তরা গণভবন এবং রানী ভবানী রাজবাড়ীসহ জেলার দর্শনীয় পিকনিক স্পটগুলোতে ঘোরার সুযোগ পাচ্ছে শিশু দর্শনার্থীরা। তবে অভিভাবক এবং ১৫ বছরের বেশি বয়সীদের টিকিট কেটেই প্রবেশ করতে হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, জেলা প্রশাসনের বিজয় দিবস উদযাপন ও প্রস্তুতি বিষয়ক মিটিংয়ে সিদ্ধান্ত হয় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে নাটোরের ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলোতে বিনা টিকিটেই প্রবেশ করতে পারবে শিশু দর্শনার্থীরা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমান বলেন, ১৬ ডিসেম্বর উপলক্ষে নাটোরের দর্শনীয় পিকনিক স্পটগুলো বিনা টিকিটে শিশুদের জন্য উন্মুক্ত করে রাখা হবে। এর ভেতর উত্তরা গণভবন, রানী ভবানী রাজবাড়ি, গ্রিন ভ্যালি পার্ক রয়েছে। অন্য যেকোনো স্বাভাবিক দিনের মতো আজকেও এইসব দর্শনীয় স্থানগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকবে।

গোলাম রাব্বানী/এএমকে