নাটোরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে নাটোরের সাতটি থানা থেকে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে তাদের জুলাই-আগস্টের পরে দায়ের হওয়া বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে জেলার সাতটি থানা এলাকায় পুলিশ একযোগে অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে নাটোর সদরের ৯ জন, বড়াইগ্রামের ৯ জন, নলডাঙ্গার একজন, বাগাতিপাড়ার একজন, লালপুরের ৪ জন, গুরুদাসপুরের ৪ জন ও সিংড়ার ৩ জন রয়েছে।

সিংড়ায় গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন– সিংড়া পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুল জলিল (৪৮) উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন হোসেন (৩৭), হাতিয়ান্দহ ইউনিয়নের ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য ওহিবুর রহমান (২৬) এবং লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন (৩৬), একই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি আলম (২৬), কদিমচিলান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মুক্তাদির (৩৫) ও আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন (৫৪)।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের এক নেতা জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তাদের অপরাধে জড়িত থাকার কথা কেউ জানেন না। সামনে বিজয় দিবস উপলক্ষ্যে আইনশৃঙ্খলার অজুহাত দেখিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে মাত্র। আমরা এ গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। অবিলম্বে তাদের মুক্তির দাবি জানাই।

নাটোরের পুলিশ সুপারের বিশেষ শাখা থেকে ৩১ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গোলাম রাব্বানী/এসএসএইচ