ভোলায় পোড়ানো হলো ৯৪ লাখ টাকার নিষিদ্ধ জাল
ভোলা সদর উপজেলার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে প্রায় ৯৪ লাখ টাকার অবৈধ জাল জব্দ করেছে যৌথ বাহিনী। রোববার (১৫ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের সুতাপট্টিতে এ অভিযান চালানো হয়।
রোববার রাতে নৌবাহিনীর ভোলা কন্টিনজেন্ট থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা সদর উপজেলার বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। অভিযানে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ ও দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুল হাসনাইনের উপস্থিতিতে তিনটি দোকানে তল্লাশি করা হয়। এ সময় দুই লাখ মিটার কারেন্ট জাল, ৩০০ বান্ডিল চরঘেরা জাল ও ১০০ কেজি পাইজাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৯৩ লাখ ৯০ হাজার টাকা। পরে অবৈধ জাল বিক্রির দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক জাল ব্যবসায়ী মো. দুলাল, মজিবুল হক ও মো. মনিরকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তীতে রোববার বিকেলে জব্দকৃত জাল সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনী ভোলা কন্টিনজেন্টের (ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ) মাঠে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এমজেইউ