নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়ারচর তক্কারমাঠ এলাকায় গণপিটুনিতে কামরুল (২৭) নামের এক ছিনতাইকারী নিহত হয়েছেন। রোববার (১৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে রোববার বিকেল ৪টার দিকে শিয়ারচর তক্কার মাঠ এলাকায় গণপিটুনির শিকার হন কামরুল। রাত সোয়া ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফুল ইসলাম।

কামরুল পরিবার নিয়ে শিয়ারচর তক্কার মাঠ এলাকায় বসাবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কামরুল একজন পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণসহ বহু মামলা রয়েছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, কামরুল বিকেল ৪টার দিকে শিয়ারচর তক্কারমাঠ এলাকায় গণপিটুনির শিকার হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ প্রথমে তাকে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।

ওসি আরও বলেন, যতটুকু জানতে পেরেছি কামরুল নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। লোকজন বলছে, নিহত কামরুল একজন দুর্ধর্ষ ছিনতাইকারী ছিল। তার বিরুদ্ধে কতগুলো মামলা আছে তা খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমজেইউ