মুন্সীগঞ্জের শ্রীনগরে ফিলিং স্টেশনের পরিত্যক্ত ট্যাংক থেকে জুনায়েদ (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিস। রোববার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাঁসাড়া ফিলিং স্টেশনের ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা ট্যাংকে মরদেহটি দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ফায়ার সার্ভিস কাজ শুরু করার আধা ঘণ্টা পর ট্যাংকের গ্যাস বিস্ফোরণ ঘটে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ কারণে উদ্ধার কার্যক্রম বিলম্বিত হয়।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশিকা কবির বলেন, এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে একজন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

স্থানীয়রা জানান, হাঁসাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাব্বির আহমেদ নাসিমের মালিকানাধীন ফিলিং স্টেশনটি প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে। এটি পুনরায় চালু করার জন্য ট্যাংক পরিষ্কারের কাজ চলছিল। কিন্তু কী কারণে এর মুখ খোলা রাখা হয়েছিল তা কেউ বলতে পারছে না। সেখানে আলমপুরের রাহাত (১২), হাঁসাড়ার জুনায়েদসহ (১০) আরও এক শিশু কাজ করতো এবং রাতে ঘুমাতো। জুনায়েদের মরদেহ উদ্ধার করা হলেও বাকি দুজনকে পাওয়া যাচ্ছে না। রাত ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ চলমান রয়েছে।

নিহত জুনায়েদ চার ভাইয়ের মধ্যে সবার ছোট। সে হাঁসাড়া নয়াপাড়া এলাকার  নুরু শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, উদ্ধারকাজ চলমান রয়েছে।

ব.ম শামীম/এমজেইউ