কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দেখা মিলেছে পাতিহাঁসের কালো ডিমের। হাঁসের ডিমের রঙ কালো দেখে স্থানীয় মানুষের মাঝে দেখা দিয়েছে নানান কৌতূহলের। কালো ডিম দেখতে উৎসুক জনতা ভিড় করছে।

এমন ব্যতিক্রম ঘটনা ঘটেছে উপজেলার কেদার ইউনিয়নের সুবলপাড় পশ্চিম বিষ্ণুপুর গ্রামের মাছুম মিয়া ও শিউলি দম্পত্তির বাড়িতে।

মাছুম মিয়া জানান, প্রায় ছয় মাস আগে বাজার থেকে তিন জোড়া দেশীয় জাতের পাতিহাঁস কিনে এনেছেন তিনি। কয়েকদিন ধরে হাঁসগুলো সাদা ডিম দিলেও গত ৯ ডিসেম্বর হাঁসের খোয়াড়ে একটি কালো ডিম দেখতে পান তারা। সাপের ডিম ভেবে ভেঙে ফেলা হয় সেটি। কিন্তু পরপর আরও তিনটি কালো ডিম পায় সেখানে। পরে বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়ে।

স্থানীয় হাফিজুর রহমান বলেন, হাঁসের ডিমের রং সাদা। কখনো কালো ডিম দেখি নাই। খবর শুনে দেখতে এসেছি। এমন কালো ডিম জীবনেও দেখি নাই।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান বলেন, জেনেটিক্যালি ডিমের রং কালো হতে পারে, এতে ডিমের পুষ্টিগুণ ঠিক থাকে। এটি একটি অস্বাভাবিক ঘটনা। তবে এতে আতঙ্কিত বা কুসংস্কার মনে করার কিছু নেই। এর আগেও একই উপজেলার তিনটি ইউনিয়নে হাঁসের কালো ডিম পাড়ার খোঁজ পাওয়া গেছে।

মো. জুয়েল রানা/এএমকে