বিজয়নগরে ইসলামিক বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরীর বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে পুলিশ বাদী হয়ে বিজয়নগর থানায় মামলাটি দায়ের করে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার বিকেলে মামলাটি দায়ের করা হয়েছে। এর আগে শনিবার রাতেই পুলিশের কাজে বাঁধা ও পরিবেশ অস্থিতিশীল করার অপরাধে ছয়জনকে আটক করা হয়। পরে আজ মামলা দায়ের পর তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, শনিবার রাতে উপজেলার চর-ইসলামপুরে বিনা অনুমতিতে চর-ইসলামপুরে গিয়াস উদ্দিন আত তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয়। খবর পেয়ে পুলিশ মাহফিলে মঞ্চ থেকে তাহেরীকে গ্রেপ্তার করতে গেলে তিনি একটি বাড়িতে ঢুকে পড়েন। পরে তিনি বাড়ির পেছন দিয়ে একটি বিলের মধ্য দিয়ে পালিয়ে যান। এ সময় তাহেরির ভক্তরা পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করেন। এই ঘটনায় রোববার বিকেলে তাহেরীকে প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখ করে পুলিশ মামলা দায়ের করে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে, গত ১৩ ডিসেম্বর আখাউড়া থানায় এসআই বাবুল বাদী হয়ে তাহেরীকে প্রধান আসামি করে ১৫ জনের নামে একটি মামলা করেন। এ মামলায় অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়।

মাজহারুল করিম অভি/এএমকে