পিরোজপুরে আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার
পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান শেখসহ পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের উত্তর হোগলাবুনিয়া গ্রামের মৃত আজহার শেখের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান শেখ (৬৫), দেউলবাড়ি দোবরা ইউনিয়নের পাকুরিয়া গ্রামের মৃত আব্দুল আউয়াল ফকিরের ছেলে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু ফকির (৫২), শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল গ্রামের মৃত মাস্টার মো. ইউনুস হাওলাদারের ছেলে চৌঠাইমহল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল বাশার হাওলাদার (৬০), শেখমাটিয়া গ্রামের খালেক গাজীর ছেলে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. কামরুজ্জামান গাজী (৫২), উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের মুনিরাবাদ গ্রামের খালেক মিয়ার ছেলে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গির আলম গাজী (৫০)।
এ বিষয়ে নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ বলেন, শনিবার রাতে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। নাজিরপুর থানায় উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, বিস্ফোরক মামলা ও ঘর পোড়ানো মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। আজ রোববার তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়ে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল গ্রামের গ্রেপ্তার আবুল বাশারের ছেলে উপজেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. নাইম হাওলাদার বলেন, তার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। প্রায় সারা দিনই ঘরে শুয়ে থাকেন। পুলিশ তাকে ডেকে নিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছেন।
শাফিউল মিল্লাত/এএমকে