বাংলার মাটিতে ফ্যাসিবাদী হাসিনার ঠাঁই হবে না
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল-আমিন বলেন, আমরা যে স্বাধীনতা পেয়েছি তা ধরে রাখতে হবে। ফ্যাসিবাদী পালিয়েছে কিন্তু তাদের দোসররা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই আমাদের সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদী হাসিনার এই বাংলার মাটিতে ঠাঁই হবে না।
শুক্রবার (১৩ ডিসেম্বর) মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
আল-আমিন বলেন, মাদারীপুরবাসীকে আবারও বলবো আপনার জাগ্রত থাকবেন, কোনো অন্যায় অত্যাচার হতে দেওয়া হবে না। মানুষের পক্ষে, জনগণের পক্ষে কথা বলার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি।
আরও পড়ুন
তিনি আরও বলেন, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ভাইদের জীবনের বিনিময়ে নতুন একটি স্বাধীন দেশ পেয়েছি। যে দেশে থাকবে না কোনো বৈষম্য। আমরা প্রথমে সেই শহীদ ভাইদের আত্মার মাগফেরাত কামনা করছি, আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করেন। ছাত্র আন্দোলনে যারা আহত হয়ে হাসপাতালে আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা। এতে বক্তব্য রাখেন শহীদ দিপ্তর বাবা-মা, শহীদ তাওহীদের ভাই, আন্দোলনে আহত মুন্না মা, আন্দোলনের আহত রাসেল, মাদারীপুর বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য মো. হাসিবুল্লাহ, মো. জুবায়ের আহমেদ নাফি, মহিবুল্লাহ, মেহেদী ইমন আহমেদ শুভ, রিয়াদ হাওলাদার, সাজন কাজী, জুবায়ের হোসেনসহ অনেকেই।
সোহেল/এমএন