৪০ কোটি টাকা মূল্যের খাস জমি দখলমুক্ত, উড়ানো হলো লাল নিশান
পটুয়াখালী বাউফলে প্রায় ৪০ কোটি টাকার বেশি বাজার মূল্যের দখলকৃত প্রায় ৫শ একর খাস জমি উদ্ধার করে লাল নিশান উড়িয়ে দেওয়া হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডুর নেতৃত্বে গত দেড় মাস ধরে এ উদ্ধার প্রক্রিয়া চালিয়ে গতকাল খাস জমি উদ্ধার করা হয়।
স্থানীয় প্রভাবশালীরা সরকারি এ জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিলেন।
বিজ্ঞাপন
ভূমি অফিসের তথ্য অনুযায়ী, ধুলিয়া ইউনিয়নের চর বাসুদেব পাশা, চর তাবলিগ, চর জাফরাবাদ, চর ঈশান কেশবপুর ইউনিয়নের চর মমিনপুর, কাছিপাড়া ইউনিয়নের চর রগুউদ্দিন ও চন্দ্রদ্বিপ ইউনিয়নের চর রায় সাহেব, চর মিয়াজান, চর নিশান, দেশ নিমদি, চর ব্যারেট গ্রামে প্রায় ৫শ একর খাস জমি ওইসব এলাকার ১৫-২০ জনের প্রভাবশালীরা বছরের পর বছর দখল করে চাষাবাদ করে আসছিলেন।
আরও পড়ুন
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্তি দায়িত্ব) ও সহকারী কমিশনার প্রতীক কুমার কুন্ড বলেন, আনুমানিক ৫শ একর খাস জমি শনাক্ত করে সেখানে ৫শ লাল নিশান উড়িয়ে দেওয়া হয়েছে। খাস জমি শনাক্তের কাজ চলমান রয়েছে। এ উপজেলায় দীর্ঘ দিন ভূমি জরিপ না হওয়ায় সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না কী পরিমাণ খাস জমি রয়েছে। তবে আনুমানিক ১১শ-১২শ একর খাস জমি থাকতে পারে। খাস জমি শনাক্তের কাজে সংশ্লিষ্ট তহশিল অফিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাকে সহযোগিতা করেছেন।
আরিফুল ইসলাম সাগর/এনএফ