বাংলাদেশবিরোধী ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জয়পুরহাটে নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে ভারতীয় কাপড় পোড়ানো হয়েছে। গতকাল শহরের জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। 

এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব। বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এ টি এম শাহনেওয়াজ কবির শুভ্র, শহর বিএনপির সাবেক আহ্বায়ক মতিয়ার রহমান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক উৎপল দেবনাথ, জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, জেলা ওলামা দলের আহ্বায়ক লোকমান হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, দেশে যখন গণতান্ত্রিক, সামাজিক উন্নতি হচ্ছে সেই সময় দেশ নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। আপনারা আপনাদের দেশকে নিয়ে ব্যস্ত থাকেন। আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবতে হবে না। আমরা দেশকে সুন্দরভাবে পরিচালনা করতো পারবো। আমরা এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষ একে অপরের পাশে থেকে চলতে পারব। আপনারা উসকানিমূলক কথা বলে আমাদের দেশকে নষ্ট করার চেষ্টা করবেন না। প্রতিবেশী প্রতিবেশীর মতো আচরণ করুন।  

সভাপতির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য তারা বিভিন্নভাবে কথা বলে যাচ্ছে। কখনও কখনও হুমকি দিচ্ছে, এই দেশের রাজনৈতিক-সামাজিক পরিবেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। এর জন্য ধর্মীয় ইস্যুকে সামনে আনছে। বাংলাদেশের তথাকথিত ইসকনের নেতা চিন্ময়কে গ্রেপ্তারের কারণে তারা দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। যখন স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন কুমিল্লা-বরিশালের মন্দিরে হামলা হয়েছিল। কিন্তু সেদিন আপনারা কোনো কথা বলেননি। বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল, সেদিনও সংখ্যালঘু নিয়ে আপনারা কথা বলেননি। আজ কেন করছেন?  

তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় নাই, এটিই আপনাদের ব্যথা। সরাসরি বলতে পারছেন না, তাই বিভিন্নভাবে বলছেন। এই বিজয়ের মাসে বলতে চাই, আমরা ভাষার জন্য প্রাণ দিয়েছি, দেশ স্বাধীন করতে প্রাণ দিয়েছি। এই দেশের মানুষ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরাচারকে বিদায়ের জন্য জুলাই-আগস্টে আবারও প্রাণ দিয়েছে। আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবসময় রক্ত দিতে জানি। তাই আপনারা যদি এই দেশকে অশান্ত করতে চান, তাহলে আমরা আবারও দেশের স্বাধীনতা রক্ষার জন্য রক্ত দেব। আমাদের মধ্যে ধর্মীয় কোনো ভেদাভেদ নাই। সকল ধর্মের মানুষই আমাদের ভাই-ভাই। আমরা সকলেই মানবিক মানুষ হিসেবে এই দেশকে গড়তে চাই।

মানববন্ধন শেষে তারা ভারতীয় শাড়ি, চাদরসহ কয়েকটি কাপড় পুড়িয়ে প্রতিবাদ জানান।

চম্পক কুমার/এনএফ