গাড়ি ভাঙচুর ও উত্তেজনার বিষয়ে যা জানালেন জোবায়েরপন্থিরা
মাওলানা সাদপন্থি নেতা আব্দুল্লাহ মনসুরের উসকানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান এলাকায় গাড়ি ভাঙচুর ও দিনভর উত্তেজনার পরিস্থিতির তৈরি হয়েছে বলে মাওলানা জোবায়েরপন্থিদের পক্ষ থেকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় শুরা-ই-নেজাম তাবলিগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ্ রায়হান এ তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি জানান, আজকের সমস্যার সূত্রপাত হয় সাদপন্থিদের নেতা আব্দুল্লাহ মনসুরের উসকানিমূলক বক্তব্য থেকে। উনি বলেছেন, সাদ সাহেবকে আসতে না দিলে এ দেশে কোনো ইজতেমা করতে দেওয়া হবে না। এ ছাড়া সরকারের পক্ষ থেকে কোনো ক্লিয়ারেন্স না পেলেও তারা টঙ্গীর মাঠে জোড় ইজতেমা করার ঘোষণা দেন।
আব্দুল্লাহ মনসুরের এই উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানাতে তাবলিগের সাথী, মাদরাসার ছাত্র ও সাধারণ মানুষ টঙ্গীর মোড়ে আজ অবস্থান নিয়েছিলেন। এমন সময় সাদপন্থিদের একটি গাড়ি টঙ্গীর মাঠের দিকে যাচ্ছিল। তখন পুলিশ সদস্যরা ও আন্দোলনরত ছাত্ররা বাধা দেন এবং তাদের গাড়ি এই রাস্তা দিয়ে না যাওয়ার জন্য অনুরোধ করেন। পুলিশ সদস্যরা তাদের গাড়িকে ইউটার্ন নিতে বলেন। তবে তারা তাদের কথা অমান্য করে ইউটার্ন না নিয়ে আমাদের সাথী ও আন্দোলনরত মানুষের ওপর গাড়ি চালিয়ে দেয়। তখন আত্মরক্ষার্থে এলাকাবাসী ও আমজনতা উত্তেজিত হয়ে গাড়ি ভাঙচুর করে। এতে সাদপন্থিদের একজন আহত হন।
শিহাব খান/এমজেইউ