লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহেদুল ইসলাম তার দায়িত্ব ফিরে পেতে জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত আবেদন করেছেন। তার আবেদনের পর বিষয়টি দেখার জন্য স্থানীয় সরকার শাখার উপপরিচালককে বলা হয়েছে।

আবেদনে বলা হয়, ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তিনি জনগণকে সেবা দিয়ে আসছেন। গত ১৯ আগস্ট তিনি ইউপি কার্যালয়ে গিয়ে দেখেন দরজায় তালা ঝুলানো। দুর্বৃত্তরা এ তালা ঝুলিয়েছে বলে ধারণা তার। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবগত করেন। এরপর থেকে তিনি নিয়মিত ব্যক্তিগত কার্যালয়ে বসে জনগণকে সেবা দিয়ে আসছেন।

জাহেদুল ইসলাম বলেন, আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করে বিজয়ী হয়েছি। এরপর থেকে এখন পর্যন্ত এলাকায় অবস্থান করে মানুষকে সেবা দিচ্ছি। আমার নামে কোনো মামলা-মোকদ্দমা নেই। তারপরও অদৃশ্য কারণে ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য দায়িত্ব ফিরে পেতে আবেদন করেছি।

এ ব্যাপারে লক্ষ্মীপুর স্থানীয় সরকার শাখার উপপরিচালক (ডিডিএলজি) মো. জসীম উদ্দিন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রতিবেদনের প্রেক্ষিতে ইউপি কার্যালয়গুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

হাসান মাহমুদ শাকিল/এমএন