ফেনীতে ফুটপাত দখলমুক্ত ও অবৈধ পার্কিং বন্ধে অভিযান
ফেনী শহরে ফুটপাত দখলমুক্ত ও অবৈধ পার্কিং বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) শহরের ট্রাংক রোডে দিনব্যাপী অভিযানে ১৫ মামলায় ১৭ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।
পৃথক অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ।
বিজ্ঞাপন
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দিনব্যাপী চলা এ অভিযানে ১৫ মামলায় ১৭ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। তারমধ্যে সকালে সড়ক পরিবহন আইনে একটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিকেলে সড়ক পরিবহন, ভোক্তা অধিকার আইন, স্থানীয় সরকার ও পৌরসভা আইনে ১৪টি মামলায় ১২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, শহরে ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে জেলা প্রশাসন, পৌরসভা, ট্রাফিক বিভাগ ও ছাত্র প্রতিনিধিরা সম্মেলিতভাবে কাজ করছে। অভিযানে জব্দকৃত গাড়িগুলো পৌরসভার তত্ত্বাবধানে রাখা হচ্ছে। পৌরসভার একটি টিম যানজট নিরসনে কাজ করছে। প্রাথমিকভাবে মানুষকে সতর্ক করা হচ্ছে। আইন না মানলে ধাপে ধাপে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে৷
এর আগে মঙ্গলবার অভিযানের প্রথম দিনে ১৫টি মামলায় ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
তারেক চৌধুরী/আরকে