যেভাবে মায়ের কোলে ফিরল দেড় বছরের শিশু ওমর
ঢাকার কেরানীগঞ্জের কদমতলী থেকে নিখোঁজ ২০ মাসের শিশু আরাফাত ওমর মায়ের কোলে ফিরেছে। নিখোঁজের একদিন পর বুধবার (১১ ডিসেম্বর) মুন্সীগঞ্জ থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।
গত ১০ ডিসেম্বর ঢাকার কেরানীগঞ্জের কদমতলী থেকে নিখোঁজ হয় শিশু আরাফাত ওমর। সেদিন রাতেই কেরানীগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করেন ওমরের মা শাহানা।
বিজ্ঞাপন
জানা গেছে, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা বাজারের মিষ্টির দোকানে অজ্ঞাত এক নারী ওই শিশুটিকে রেখে পালিয়ে যায়। পরে শিশুটিকে নিতে কেউ না আসায় দোকানদার বিষয়টি নিমতলা হাট ও বাজার কমিটির সভাপতি মো. সজিব মোড়ল ও সাধারণ সম্পাদক মো. সাগর শেখকে জানান। পরে খবর পেয়ে বিক্রমপুর রক্তদান সংস্থার সভাপতি অ্যাডভোকেট মাহমুদুল হাসানসহ স্বেচ্ছাসেবীরা শিশুটিকে নিয়ে গিয়ে প্রশাসনকে জানায়। এছাড়া ফেসবুকে পোস্ট করা করেন। ফেসবুকে দেখে সিরাজদিখান থানায় ছুটে আসেন শিশুর মা শাহানাম বেগম।
আরও পড়ুন
অপরদিকে জিডির সূত্র ধরে সিরাজদিখান থানা পুলিশ নিমতলা বাজারের মিষ্টির দোকানে শিশুটিকে রেখে যাওয়া নারীর সন্ধানে নামে। পরে সিরাজদিখান শেখরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ বুধবার ভোরে শিশুটিকে রেখে যাওয়া নারীকে খুঁজে পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন। ওই নারীর নাম রত্না। তিনি সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ফইনপুর গ্রামের শাহ আলমের স্ত্রী।
রত্নার বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি শিশুটিকে বিক্রির উদ্দেশ্যে কদমতলী থেকে চুরি করেন। যার কাছে বিক্রি করবেন তিনি ওই শিশুকে নিতে আসেনি। পরে কোনো উপায় না পেয়ে সে শিশুকে নিমতলার মিষ্টির দোকানে রেখে পালিয়ে যান তিনি।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন, শিশুটির মা থানায় এসেছে। আমরা শিশুটিকে চুরি করে আনা ওই নারীকে আটক করেছি। শিশু আরাফাতকে বুধবার সন্ধ্যার দিকে কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখানে আইনি প্রক্রিয়া শেষে শিশুকে তার মায়ের কাছে হস্তান্তর করা হবে।
ব.ম শামীম/এমএসএ