ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁ। দিন যতোই যাচ্ছে বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার সঙ্গে বইছে হালকা শীতল বাতাস।

বুধবার (১১ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় তাপমাত্রা কমেছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। 

তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে আজ ঘন কুয়াশা এবং আকাশে হালকা মেঘলা থাকায় শীতের প্রকোপ বেশি। মেঘ এবং ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারপাশ। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় ছেয়ে যাচ্ছে পুরো জেলা। ঘন কুয়াশার কারণে ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। কুয়াশার কারণে ছোট -বড় যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। আজ সকাল সাড়ে ১০টার দিকেও দেখা মেলেনি সূর্যের। 

ট্রাকচালক আবু সুফিয়ান বলেন, ঘন কুয়াশা ও শীতের কারণে গাড়ি চালাইতে অনেক কষ্ট হয়। রাতে কুয়াশার কারণে ২০ হাত দূরের রাস্তাও ভালোভাবে দেখা যায় না। রাস্তায় অনেক দুর্ঘটনাও ঘটছে। জীবনের ঝুঁকি নিয়ে জীবিকার তাগিদে অনেক কষ্টে গাড়ি চালাইতে হচ্ছে।

নওগাঁ বদলগাছি কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা আজকে কিছুটা কম। ঘন কুয়াশা এবং আকাশে হালকা মেঘ থাকার কারণে সূর্যের দেখা মিলছে না, যার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিন তাপমাত্রা এরকমই থাকতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

আরকে